Masters(মাস্টার্স )
এম মিউজিক সরকারি সংগীত কলেজে মাস্টার্স প্রোগ্রাম রয়েছে দুই প্রকার।
১. প্রিলিমিনারি টু মাস্টার্স
২. মাস্টার্স ফাইনাল /মাস্টার্স শেষ পর্ব
১. প্রিলিমিনারি টু মাস্টার্স :
এই কোর্সটি ৩৬ ক্রেডিট (৯০০ মার্কস) সম্পন্ন কোর্স। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে বি মিউজিক পাস কোর্স সম্পন্ন কারিগণ এই কোর্সে ভর্তি হতে পারবে। মাস্টার্স ফাইনাল কোর্সে ভর্তির পূর্ব শর্ত হল এই কোর্স উত্তীর্ণ হওয়া। এই কোর্সে ভর্তির ক্ষেত্রে সর্বোচ্চ ১ বছর শিক্ষা বিরতি গ্রহনযোগ্য।
২. এম মিউজিক অথবা মাস্টার্স শেষ পর্ব:
২০২০-২১ সেশন থেকে এম মিউজিক ফাইনাল বা মাস্টার্স শেষ পর্বের ১ বছর মেয়াদী কোর্সটি চালু রয়েছে। এই কোর্স টি ৩২ ক্রেডিট (৮০০ মার্কস) সম্পন্ন। ৪ বছর মেয়াদী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিএ অনার্স ইন মিউজিক কোর্স শেষ করলে বা ১ বছর মেয়াদী জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন প্রিলিমিনারি টু মাস্টার্স কোর্স শেষ করলে এই কোর্সে ভর্তি হতে পারবে। এই কোর্সে ভর্তির ক্ষেত্রে এক বছরের বেশি শিক্ষা বিরতি গ্রহণযোগ্য নয়।