HSC

HSC (আই এ/ আই মিউজিক)

বর্তমানে সরকারি সংগীত কলেজ এ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষাবোর্ড, ঢাকা এর পাঠ স্বীকৃতিক্রমে দুই বছর মেয়াদি উচ্চমাধ্যমিক শ্রেনিতে আই এ/ আই মিউজিক শিক্ষার্থীদের ভর্তি করানো হয়। এখানে বাংলা, ইংরেজি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি( আইসিটি), অর্থনীতি, পৌরনীতি ও সুশাসন, ইতিহাস, যুক্তিবিদ্যা বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। আই মিউজিক এ লঘুসংগীত ও উচ্চাংগসংগীত বাধ্যতামূলক বিষয় এবং মানবিক শাখার জন্য চতুর্থ বিষয় হিসেবে কন্ঠসংগীত, যন্ত্রসংগীত ( তবলা/ বেহালা) বাধ্যতামূলক বিষয় হিসেবে অন্তর্ভুক্ত। বর্তমানে এই প্রতিষ্ঠানে ১২৫ জন শিক্ষার্থীর জন্য সিট বরাদ্দ আছে। আই মিউজিক পাশ করার পর সংগীতে অনার্স-মাস্টার্স করার সুযোগ রয়েছে।